2023-10-04 07:53:57 pm

১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ে

www.focusbd24.com

১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ে

১৩ আগষ্ট ২০২২, ২১:০৪ মিঃ

১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ বছরের প্রেমিকের সঙ্গে ১৯ বছরের প্রেমিকার বিয়ের খবর পাওয়া গেছে। শুক্রবার (১২ আগস্ট) মধ্যরাতে উপজেলার বেলপুকুর ইউনিয়নে এ বিয়ে হয়।

স্থানীয় সূত্র জানায়, তরুণী খালার বাড়ি ওই কিশোরের বাড়ির পাশে। সাড়ে তিন বছর আগে সেখানে বেড়াতে এলে মেয়েটির সঙ্গে ছেলেটির যোগাযোগ শুরু হয়। এরপর মোবাইলে দুজনের কথা হতো। এভাবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। এক পর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে কিশোর কৌশলে সটকে পড়ার চেষ্টা করে। তাই উপায় না দেখে শুক্রবার রাত ৮টার দিকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন মেয়েটি।

ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথায় চলে যায়। রাত আড়াইটার দিকে মাতব্বরদের নিয়ে দুপক্ষের পরিবারের সদস্যরা সালিশে বসে বিয়ের সিদ্ধান্ত নেন।

এ সময় সেখানে বেলপুকুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য লতিফুল উপস্থিত ছিলেন। তিনি জাগো নিউজকে বলেন, এক লাখ ২০ হাজার টাকা মোহরানায় বিয়ের সিদ্ধান্ত হয়। চারজন সাক্ষী ও স্থানীয়দের স্বাক্ষরের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘কিশোরের বাড়ি তরুণীর অবস্থানের কথা জানতে পেরে থানা থেকে পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে কথা বলতে দুই পরিবারের সদস্যদের থানায় থানায় আসতে বলে পুলিশ চলে আসে। পরে কি হয়েছে তারা আর জানায়নি।বিয়ের বিষয়ে আমার জানা নেই। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: শাহ মোহাম্মদ রনি

এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :