2024-04-25 06:50:05 pm

পালাতে গিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

www.focusbd24.com

পালাতে গিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

০৬ এপ্রিল ২০২০, ১৯:২৬ মিঃ

পালাতে গিয়ে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু
পালাতে গিয়ে ভবন থেকে পড়ে আইসোলেশনের রোগীর মৃত্যু। ছবি: এনডিটিভি

করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশনে থাকা এক রোগী পালাতে গিয়ে হাসপাতালের ভবন থেকে পড়ে মারা গিয়েছেন।

এই ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানায়। সেখানকার কার্নালে অবস্থিত কল্পনা চাওলা মেডিক্যাল কলেজের সপ্তম তলায় আইসোলেশন ওয়ার্ডে ছিলেন ৫৫ বছরের ওই ব্যক্তি ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভোরের দিকে বিছানার চাদর ও প্লাস্টিক প্যাকেট দিয়ে লম্বা দড়ির মতো করে জানালা দিয়ে ঝুলিয়ে পালাতে যান ওই ব্যক্তি। কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে মাটিতে পড়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ওই ব্যক্তিকে ১ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। তার শরীরে করোনায় আক্রান্ত হওয়ার অনেকগুলি লক্ষণ থাকায় চিকিৎসকরা তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নেন।

শেষবার করা তার রক্তের রিপোর্ট এখনও আসেনি। তার মৃত্যুর পরে আইসোলেশন ওয়ার্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হরিয়ানায় এখন পর্যন্ত ৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন।

আর পুরো ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা পেরিয়েছে ১০০।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :