, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

১৬৭ বছরের ইতিহাসে ভারতে প্রথম ট্রেন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

১৬৭ বছরের ইতিহাসে ভারতে প্রথম ট্রেন চলাচল বন্ধ

রেলসেবার ১৬৭ বছরের ইতিহাসে ভারতে এবারই প্রথমবারের মতো সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। 

গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী সারাদেশে লকডাউন ঘোষণার পর রেল কর্তৃপক্ষও ট্রেন চলাচল বন্ধ করে দেয়। খবর সিএনএনের 

ভারতের রেল নেটওয়ার্ক এখন ২০ হাজার পুরাতন ট্রেনকে করোনা রোগীদের জন্য হাসপাতাল হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছে।  

সাধারণত ভারতে ট্রেনে প্রতিদিন ২০ হাজার যাত্রী যাতায়াত করে এবং পুরো ভারতে ৭ হাজার ৩৪৯টি স্টেশন রয়েছে। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩১৮ জন এবং করোনায় মারা গেছে ১১৮ জন।