, ১৮ অগ্রহায়ণ ১৪৩০ অনলাইন সংস্করণ

চালের আমদানি শুল্ক প্রত্যাহার, আবগারি শুল্ক মাত্র ৫%

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

চালের আমদানি শুল্ক প্রত্যাহার, আবগারি শুল্ক মাত্র ৫%

চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানি শুল্ক মওকুফ ও রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। 

রোববার (২৮ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইস্যু করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এলসি খোলার সময় বাড়িয়েছে সরকার। ২১ আগস্ট পর্যন্ত সময় বাড়িয়ে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অন্যদিকে গত ৩০ মে খাদ্য মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রয়োজনে ট্যাক্স কমিয়ে চাল আমদানি করে ভোক্তাকে স্বস্তিতে রাখা হবে।

এসময় তিনি ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ না করে ভোক্তাদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ - অর্থ-বাণিজ্য