2024-04-20 12:25:40 am

‘সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটে আওতায় আনা হবে’

www.focusbd24.com

‘সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটে আওতায় আনা হবে’

০১ সেপ্টেম্বার ২০২২, ২০:৫৮ মিঃ

‘সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটে আওতায় আনা হবে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী বছরের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। এখন শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে। প্রাকটিকালি জিনিসগুলো শেখানো হবে। ফলে এমনেই মনে থাকবে, মুখস্থ করতে হবে না।’

তিনি আরও বলেন, ‘ডুয়েট শিক্ষার্থীদের চাকরি সার্কুলারের যে সমস্যা আছে, সেটি আমরা দেখবো। ডিপ্লোমা পাশের পর শিক্ষার্থীরা যেন শুধু ডুয়েটে নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়, সে বিষয়ে আলোচনা চলছে।’

ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবদুর রশীদ। এ সময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :