2024-04-19 11:29:56 am

ভাবছি এবার বনবাসে যাব: শ্রীলেখা

www.focusbd24.com

ভাবছি এবার বনবাসে যাব: শ্রীলেখা

০৭ সেপ্টেম্বার ২০২২, ১১:৫৮ মিঃ

ভাবছি এবার বনবাসে যাব: শ্রীলেখা

বিতর্কের অপর নাম শ্রীলেখা মিত্র। কয়েক দিন আগে জন্মদিন উপলক্ষে বাড়িতে ঘরোয়া মদ-পার্টির আয়োজন করেছিলেন এই অভিনেত্রী। সেই পার্টিতে মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

বিতর্কের মুখে পড়ে ক্ষোভ ঝেড়েছিলেন শ্রীলেখা। এবার বললেন, বনবাসে চলে যাবেন তিনি। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রীলেখা বলেন—‘যথেষ্ট বয়স হয়েছে, আমি আর বিতর্ক চাই না। ভাবছি, এবার বনবাসে যাব।’

ফেসবুক ওয়াল একান্তই নিজের। তা জানিয়ে শ্রীলেখা বলেন, ‘যতদিন আছি, ততদিন কী পোস্ট করলাম, কী জামাকাপড় পরলাম, কী খেলাম, কী পান করলাম, কার সাথে ছবি দিলাম-তা আমার ব্যাপার। আমার ফেসবুক ওয়াল, আমার যা ইচ্ছা তাই করব।’

পরামর্শ দিয়ে শ্রীলেখা বলেন, ‘আপনারা আপনাদের মূল্যবান সময় ভুলেও প্লিজ তা দেখবেন না। স্বামী-স্ত্রী নিয়ে সুখে-অসুখে থাকুন। আমাকে আমার মতো থাকতে দিন।’

অনলাইন নিউজ পোর্টালগুলোর কাছে অর্থ দাবি করে এই অভিনেত্রী বলেন, ‘নিউজ পোর্টালগুলোর যারা আমাকে নিয়ে নিউজ করে ভিউস আর টাকা কামাচ্ছেন, তারা আমাকে একটা পার্সেন্টেজ দেবেন। কারণ আপনাদের রোজগার বাড়াচ্ছি। জীবন একটাই, তা আনন্দে কাটান আমাকে ক্ষ্যামা দিন।’

রাজনৈতিক মঞ্চ বা মিছিলে কোথাও দেখা যায় না শ্রীলেখা মিত্রকে। বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেও তাল মিলিয়ে চলেন না। সম্প্রতি শ্রীলেখা দাবি করেন, এজন্য তার হাতে কাজ নেই। আপাতত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন এই অভিনেত্রী। তৈরি করছেন অ্যান্থোলজি। ‘এবং ছাদ’-এর পর তৈরি করবেন ‘এরপর বারান্দা’, ‘তারপর বেডরুম’, ‘অতঃপর বাথরুম’।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :