, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

পাকিস্তানি বোলিংয়ে হাত খুলে খেলতে পারছে না আফগানিস্তান

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

পাকিস্তানি বোলিংয়ে হাত খুলে খেলতে পারছে না আফগানিস্তান

প্রথম ২ ওভারে ২০, ৪ ওভারে ৩৭; শুরুটা উড়ন্ত করেছিল আফগানিস্তান। ওভারপ্রতি তুলছিল প্রায় ১০ রান করে। তবে দারুণভাবে লড়াইয়ে ফিরেছে পাকিস্তান। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতি অনেকটাই কমে গেছে আফগানদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। ইব্রাহিম জাদরান ২৭ বলে ২৫ আর নাজিবুল্লাহ জাদরান ৫ বলে অপরাজিত ২ রানে।

পাকিস্তানের ফাইনাল নিশ্চিত করার, আফগানিস্তানের টিকে থাকার ম্যাচ। শারজায় এশিয়া কাপের মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

তবে টস হারলেও ব্যাটিংয়ে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। ২৯ বলে ৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন হজরতউল্লাহ জাজাই আর রহমানুল্লাহ গুরবাজ।

ইনিংসের চতুর্থ ওভারে হারিস রউফকে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে তৃতীয় বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন জাজাই। কিন্তু শর্ট থার্ডম্যান বাউন্ডারিতে সহজ ক্যাচ ড্রপ করেন নাসিম শাহ।

অবশ্য পাকিস্তানকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য। এক বল পরেই দুর্দান্ত এক ডেলিভারিতে গুরবাজকে (১১ বলে ২ ছক্কায় ১৭) বোল্ড করেন রউফ।

পরের ওভারে হাসনাইন বোল্ড করেন জাজাইকেও (১৭ বলে ২১)। ৭ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে তারা তোলে ২ উইকেটে ৪৮ রান।

এরপর রানের গতি কমে যায় আফগানিস্তানের। পাকিস্তানি বোলাররা তাদের চেপে ধরেন। প্রমোশন পেয়ে চার নম্বরে নেমেছিলেন করিম জানাত। কিন্তু ঠিক টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারেননি। ১৯ বল খেলে মাত্র ১৫ রান করে মোহাম্মদ নওয়াজকে তুলে মারতে গিয়ে ক্যাচ হন জানাত।

  • সর্বশেষ - খেলাধুলা