, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

দিনাজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

দিনাজপুরে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

দিনাজপুরে ফুলবাড়ীতে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে মেহেদুল মণ্ডল ( ৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এই রায় ঘোষণা করেন। এসময় আসামি মেহেদুল আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ জুলাই দুপুরে প্রতিবন্ধী ওই কিশোরীকে বাড়ির পাশের দোকানে পাঠান তার মা। দোকান থেকে ফেরার পথে মেহেদুল তার মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। স্থানীয় এক পথচারী বিষয়টি দেখে ফেললে মেহেদুল দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে।

বাদীপক্ষের আইনজীবী তৈয়বা বেগম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুব দ্রুত মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে। শিশুটির পরিবারও এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

  • সর্বশেষ - সারাদেশ