নাটোরে ট্রেনে কাটা পড়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শকের মৃত্যু
প্রকাশ :

নাটোরে ট্রেনে কাটা পড়ে সমির কুমার কুন্ডু-৫৯ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নাটোর স্টেশনে তীতুমীর এক্সপ্রেসে এই দুর্ঘটনা ঘটে।
মৃত সমির কুমার কুন্ডু নাটোর শহরের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা এবং
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী স্বাস্থ্য
পরিদর্শক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও জিআরপি পুলিশ জানায়, সকালে
তীতুমীর এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যাওয়ার সময় সমর কুন্ডু দ্রুত
ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের চাকার নিচে পড়ে মারা যান।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, মৃত্যুর সংবাদ পেয়ে শান্তাহার রেলওয়ে পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসাপাতালে পাঠায়।
শান্তাহার রেলওয়ে থানার এসআই মাজেদ আলী জানান, তিনি খবর পেয়ে তথ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করছেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।