খিলগাঁওয়ে ইন্টারনেট ব্যবসায়ীর আত্মহত্যা
প্রকাশ :

রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় বিল্লাল হোসেন আসিফ (৫০) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তার মরদেহটি ময়নাতদন্তের জন্য বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন ঢাকা পোস্ট কে বলেন, আমরা সকালে খবর পেয়ে মেরাদিয়া পানির পাম্পের পাশের একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি বলেন, পরিবার জানিয়েছে রাতে খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ডাকাডাকি করলেও দরজা না খোলেননি। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে আমরা তার মরদেহ উদ্ধার করি। তিনি ইন্টারনেট ব্যবসা করতেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু বলতে পারেনি পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
