2024-03-28 11:31:42 pm

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা

www.focusbd24.com

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা

১১ ফেব্রুয়ারী ২০২০, ১৭:১৫ মিঃ

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা
ছবি: গালফ টুডে

প্রথা ভেঙে প্রকাশ্যে রাস্তায় ফ্যাশন শোতে অংশ নিলেন আফগানিস্তানের সুন্দরী নারীরা। গত ২৩ জানুয়ারি কাবুলে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে রাস্তায় সবার সামনে ক্যাটওয়াক করেন আফগান মডেলরা।

সরকারের কাছে অনুমতি নিয়ে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ফ্যাশন শোতে মডেলদের পরনে ছিল প্রথাগত আফগানি পোশাক। ৩০ জন মডেল এই শোয়ে অংশ নেন, তার মধ্যে পাঁচজন নারী ছিলেন।আর একজন শিশু ছিলো।

এতদিন আফগানিস্তানে ফ্যাশন শো কোনো হল বা ঘেরা জায়গাতেই করতে হতো।

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা
ছবি: গালফ টুডে

নারী মডেল ইয়ালদা জামালজাদা বলছিলেন, ‘আমাদের মনে ভয় আছে, তবে আমরা চাই সরকার আমাদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেবে।’

ফ্যাশন শোর আয়োজক আজমল হকিকি বলেছেন, ‘আফগানি সংস্কৃতি প্রচারের জন্য অন্যান্য প্রদেশেও একই ধরনের শো অনুষ্ঠিত হবে। এটি সাংস্কৃতিক কাজ, এতে শান্তির বার্তা রয়েছে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :