বিদ্যুৎ বিপর্যয় তদন্ত কমিটি ঢাকায় ফিরলে কারণ জানা যাবে
প্রকাশ :

জাতীয় গ্রিডের বিপর্যয় সামলে স্বাভাবিক হয়েছে দেশে বিদ্যুৎ সরবরাহ। কিন্তু হঠাৎ করে এমন বিপর্যয় কেন? তার কারণ জানতে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটি আজ বুধবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকায় ফিরবে। তার আগে বলা যাচ্ছে না বিদ্যুৎ বিপর্যয়ের কারণ।
এ বিষয়ে জাগো নিউজকে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেন, আমাদের তদন্ত কমিটি আজ সকালে ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে গেছে। তারা বিকেলে ফিরবে। কমিটি এলে আমরা প্রাথমিক ধারণা পাবো। তার আগে বলা যাচ্ছে না কী কারণে সমস্যা হয়েছিল।
এর আগে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টার পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এতে একযোগে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এরপর রাতে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ স্বাভাবিক হতে শুরু করে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে সচিব বলেন, ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে দুটি সাব-স্টেশনের মাঝখানে যে ইন্টার কানেকশন রয়েছে, সেখানেই মূলত সমস্যা। কিন্তু সমস্যাটা কেন হলো সেটা এখনো জানা যায়নি। তা উদ্ঘাটনের জন্য আমাদের অভিজ্ঞ টিম সেখানে গেছে। সেটা জানতে পারবো তদন্ত কমিটি ফিরলে। তবে এখন সারাদেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক আছে।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের এক প্রকৌশলী জানান, এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত দল ঘুরে ঘুরে সব দেখছে। তারা প্রতিবেদন দেবেন।
তিনি আরও বলেন, তদন্ত টিমের সদস্যদের হাতে প্রতিবেদন দেওয়ার মতো সময় আছে। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করবেন তারা।
তবে এখনো সারাদেশে শতভাগ বিদ্যুৎ ফেরেনি উল্লেখ করে তিনি বলেন, একটা সমস্যা হলে তা পুরোপুরি সমাধান হতে অন্তত ২৪ ঘণ্টা সময় লাগে। তবে শতভাগ সমাধান খুব দ্রুতই হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ময়মনসিংহের পদবঞ্চিত নেতারা

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে মন্ত্রীত্বের প্রত্যাশা ময়মনসিংহবাসীর

ময়মনসিংহে লকডাউনে পথচারী ও দুঃস্থদের জন্য জেলা পুলিশের ৫ টাকার ইফতার বক্স
