উত্তরায় ভবনের রান্নাঘরে ককটেল বিস্ফোরণ
প্রকাশ :

রাজধানীর উত্তরার একটি ভবনের রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে উত্তরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের ২০ নম্বর বাসার একটি ফ্ল্যাটের রান্নাঘরের ভেতরে আজ রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আমাদের কাছে খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ভালুকা আসনের এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে বিশেষ মহলের অপপ্রচার ও গভীর ষড়যন্ত্র

প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে করোনা যুদ্ধে অগ্রণী ভূমিকায় মসিকের মানবিক মেয়র টিটু

ময়মনসিংহে অসহায় ও এতিমদের খাদ্যপণ্য দিয়ে বিরল দৃষ্টান্ত সৃষ্টি করছেন পুলিশ সুপার আহমার
