, ৩ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা
ছবি: গালফ টুডে

প্রথা ভেঙে প্রকাশ্যে রাস্তায় ফ্যাশন শোতে অংশ নিলেন আফগানিস্তানের সুন্দরী নারীরা। গত ২৩ জানুয়ারি কাবুলে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে রাস্তায় সবার সামনে ক্যাটওয়াক করেন আফগান মডেলরা।

সরকারের কাছে অনুমতি নিয়ে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

ফ্যাশন শোতে মডেলদের পরনে ছিল প্রথাগত আফগানি পোশাক। ৩০ জন মডেল এই শোয়ে অংশ নেন, তার মধ্যে পাঁচজন নারী ছিলেন।আর একজন শিশু ছিলো।

এতদিন আফগানিস্তানে ফ্যাশন শো কোনো হল বা ঘেরা জায়গাতেই করতে হতো।

প্রথা ভেঙে রাস্তায় ফ্যাশন শোতে আফগান সুন্দরীরা
ছবি: গালফ টুডে

নারী মডেল ইয়ালদা জামালজাদা বলছিলেন, ‘আমাদের মনে ভয় আছে, তবে আমরা চাই সরকার আমাদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেবে।’

ফ্যাশন শোর আয়োজক আজমল হকিকি বলেছেন, ‘আফগানি সংস্কৃতি প্রচারের জন্য অন্যান্য প্রদেশেও একই ধরনের শো অনুষ্ঠিত হবে। এটি সাংস্কৃতিক কাজ, এতে শান্তির বার্তা রয়েছে।’

  • সর্বশেষ - আন্তর্জাতিক