2024-04-19 05:48:59 am

অডিশন দিয়েও বারবার বাদ পড়েছি: বাবিল খান

www.focusbd24.com

অডিশন দিয়েও বারবার বাদ পড়েছি: বাবিল খান

২৭ নভেম্বার ২০২২, ২২:১৯ মিঃ

অডিশন দিয়েও বারবার বাদ পড়েছি: বাবিল খান

‘কালা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করছেন ইরফান পুত্র। অন্বিতা দত্ত পরিচালিত ‘কালা’ ছবির ট্রেলার ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। নেটফ্লিক্স অরিজিনাল এই ছবিতে স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, বাবিল খান।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সম্প্রতি সাক্ষাৎকারে বাবিল জানিয়েছেন, ‘আমি সবসময় নিজেকে উত্তরাধিকারের সঙ্গে তুলনা করি। বুঝতেই পারছেন কাঁধে গুরু দায়িত্ব রয়েছে। আমি এমন একজন ব্যক্তি কোনো কিছু করার বিষয় নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’

যোগ করেছেন, “প্রায় দু’বছর আগে এই ছবির শুটিং করেছি। অভিনেতা হিসেবে অনেক কিছু শিখেছি। সবসময় আশ্চর্য হই যে ‘আমি যদি এটা বা ওটা করতাম’। তবে আমি এটাও বিশ্বাস করি, আপনি যে শিল্পেই থাকবেন তার নিজস্ব যাত্রা রয়েছে। সেক্ষেত্রে নিজের মধ্যেকার অহং বোধকে দূরে সরিয়ে রাখতে হবে।”

‘কালা’ ছবিতে বাবিল খান এবং তৃপ্তি দিমরি
‘কালা’ ছবিতে বাবিল খান এবং তৃপ্তি দিমরি

ইরফানের পুত্র হওয়ার দরুন বাবিলের প্রতি প্রচুর মানুষের প্রত্যাশা রয়েছে। ইরফার খান নিজের সময়কার বিখ্যাত অভিনেতা। এর সুবিধাও রয়েছে, বলেছেন বাবিল। তিনি জানিয়েছেন, ‘বাবা শুধু তার কাজের দিকেই দৃষ্টি রাখতেন। অভিনয় দিয়ে দর্শক মনে দাগ কাটাই ছিল তার উদ্দেশ্য। সেটা আমার মধ্যেও এসেছে।’

অবশ্য কাজ পাওয়ার ক্ষেত্রে এই সুবিধা খাটেনি বলে জানিয়েছেন বাবিল। ইরফান পুত্রের কথায়, কাজ পাওয়া তো দূর। বারবার অডিশন দিয়েও বাদ পড়তে হচ্ছে তাকে। তিনি বলেছেন, ‘আমার মনে হয় না আমার মাকে কখনও ফোন করে কারও কাছে অনুগ্রহ করতে হয়েছে। নিজেকে গিয়ে অডিশন দিতে হয়, নয়তো বাড়িতে এখনও মারধর খেয়ে যাই মায়ের কাছে। এটাই আমাদের সংস্কার। ভাঙার কোনও সম্ভাবনা নেই।’

‘কালা’ ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখছেন প্রয়াত অভিনেতা ইরফান খান ও সুতপা শিকদারের ছেলে বাবিল। সাইকোলজিক্যাল এই থ্রিলার ঘরানার ছবির পরিচালক অন্বীতা দত্ত, প্রযোজনায় ক্লিন স্লেট ফিল্মস। ২ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘কালা’।

https://www.youtube.com/watch?v=2g2sXGixh3w&feature=emb_imp_woyt

‘কালা’র অফিসিয়াল ট্রেলার:

সূত্র : হিন্দুস্তান টাইমস


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :