এসএসসি পাস করে খুশি মহিলা আ.লীগের সভাপতি
প্রকাশ :

৪২ বছর বয়সে বাংলাদেশ কারিগরি বিভাগ থেকে এসএসসি পাস করলেন
নাটোরের সিংড়া পৌরসভার নারী কাউন্সিলর জয়তন বেগম। তিনি জিপিএ ৪.৬১ পেয়ে
উত্তীর্ণ হয়েছেন। তিনি সিংড়া পৌর বাসস্ট্যান্ড মহল্লার বাসিন্দা।
জয়তন বেগম সিংড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর এবং সিংড়া পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি।
সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফল ঘোষণার পর জয়তন বেগম পাস করার বিষয়টি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
সেখানে তিনি লিখেন, আমি এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৬১ পেয়েছি। মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় তাকে জনপ্রতিনিধি, রাজনীতি নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কাউন্সিলর জয়তন বেগম ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার কোনো বয়স নেই। আমি এই বয়সে আবার পড়াশোনা শুরু করেছি। এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪.৬১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি অনেক আনন্দিত। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাই। সমাজের মানুষের সেবা করতে চাই।
তিনি আরও বলেন, আমি একজন নারী কাউন্সিলর। যদি জনপ্রতিনিধি হয়ে পড়াশোনা না জানি, এটা লজ্জাজনক। তাই সিদ্ধান্ত নিয়ে আবার পড়াশোনা শুরু করি। আল্লাহর রহমতে সকলের দোয়ায় আমি উত্তীর্ণ হয়েছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাই।

শেখ হাসিনার একনিষ্ঠ অনুসারী এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে ঘিরে মন্ত্রীত্বের প্রত্যাশা ময়মনসিংহবাসীর

ময়মনসিংহে লকডাউনে পথচারী ও দুঃস্থদের জন্য জেলা পুলিশের ৫ টাকার ইফতার বক্স

দেশের ৬৮ কারাগার এখন সংশোধনাগার নিশ্চিত হয়েছে ভালো পরিবেশ ও খাবার
