2024-04-19 12:57:14 pm

বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া সেই সুমাইয়া পেল জিপিএ-৫

www.focusbd24.com

বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া সেই সুমাইয়া পেল জিপিএ-৫

২৮ নভেম্বার ২০২২, ২২:০৬ মিঃ

বাবার মরদেহ রেখে পরীক্ষা দেওয়া সেই সুমাইয়া পেল জিপিএ-৫

বাড়িতে বাবার মরদেহ। স্বজনরা কাঁদছেন। বুকে সেই কষ্ট জমা করেই পরীক্ষা দিয়েছিল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ার এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার সুইটি। কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে।

বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার আগের রাতে সুমাইয়ার বাবা মারা যান। সুমাইয়ার বাবা আবুল কাশেম ছিলেন গাড়িচালক। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সুমাইয়া সবার বড়।

কনেশতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সুমাইয়া খুবই মেধাবী শিক্ষার্থী। সে স্টুডেন্ট কেবিনেটের প্রতিনিধি। ভালো শিক্ষার্থীর পাশাপাশি একজন ভালো সংগঠক। বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিয়েছিল। তার ফলাফল ভালো হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ বলেন, ওইদিন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাই। জানতে পারি মেয়েটির বাবা মারা গেছেন। বাড়িতে বাবার মরদেহ রেখেই পরীক্ষা দিতে এসেছে। তখন হলের শিক্ষকদের বলেছি মেয়েটি যেন নার্ভাস না হয়, সেদিকে খেয়াল রাখতে। পরীক্ষা শেষে যেন সুমাইয়াকে বাড়ি পৌঁছে দেয়া হয়। সুমাইয়ার ফলাফলে আমি খুবই আনন্দিত।

সুমাইয়া বলেন, বাবার স্বপ্ন ছিল আমি যেন শিক্ষক হই। আমি বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :