2024-04-24 01:59:04 pm

নিয়মরক্ষার ম্যাচ ফ্রান্সের, বিশ্বকাপে টিকে থাকার কঠিন লড়াই তিউনিশিয়ার

www.focusbd24.com

নিয়মরক্ষার ম্যাচ ফ্রান্সের, বিশ্বকাপে টিকে থাকার কঠিন লড়াই তিউনিশিয়ার

৩০ নভেম্বার ২০২২, ২২:০৪ মিঃ

নিয়মরক্ষার ম্যাচ ফ্রান্সের, বিশ্বকাপে টিকে থাকার কঠিন লড়াই তিউনিশিয়ার

কাতার বিশ্বকাপে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। অন্যদিকে তিউনিসিয়ার জন্য এটি নিয়মরক্ষার ম্যাচ। এমনিতে ফরাসি দলটিতে রয়েছে ইনজুরির শঙ্কা। যার ফলে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম তিউনিসিয়ার বিপক্ষে একাদশ সাজিয়েছেন পুরোপুরি বেঞ্চের ফুটবলারদের নিয়ে।

দু’তিনজন ছাড়া পুরো একাদশই পরিবর্তন করেছেন তিনি। এমবাপ্পে, গ্রিজম্যান, জিরুড, ডেম্বেলে, পাভার্ড, র‌্যাবিওট, আরেওলা, থিও হার্নান্দেজ, হুলো লরিস কাউকেই তিউনিসিয়ার ব্পিক্ষে একাদশে রাখেননি কোচ দেশম।

শুধু ডিফেন্ডার রাফায়েল ভারানে, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং মিডফিল্ডার অরলিয়েন টিচৌয়ামেনিকেই রেখেছেন আজকের একাদশে। আগের দুই ম্যাচে তিউনিসিয়ার পয়েন্ট মাত্র ১। আজ ফ্রান্সকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা তৈরি হবে তাদের। সে লক্ষ্যেই আজ মাঠে নামছে আফ্রিকান দেশটি।

ফ্রান্স একাদশ

স্টিভেন মান্দানদা, ইব্রাহিম কৌনাতে, রাফায়েল ভারানে, এদুয়ার্দো কামাভিঙ্গা, এক্সেল দিসাসি, অরলিয়েন টিচৌয়ামেনি, জর্ডান ভেরেতৌত, ইউসুফ ফোফানা, রান্ডাল কোলো মুয়ানি, কিংসলে কোম্যান, মাতেও গুয়েন্দোউজি।

তিউনিসিয়া একাদশ

আইমেন দাহমেন, নাদের ঘান্দ্রি, মোন্তাসার তালবি, ইয়াসিন মেরিয়াহ, আইসা লাইদৌনি, এলিয়েস এসখিরি, আলি মালাউল, ওয়াজদি কেচরিদা, ওয়াহবি খাজরি, মোহামেদ আলি বেন রমদানে, আনিস বেন স্লিমানে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :