, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের জমির ধান কাটালেন ইউপি সদস্য

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজের জমির ধান কাটালেন ইউপি সদস্য

এ বিষয়ে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর সরকার বলেন, আমি শ্রমিকদেরকে আজ ডেকে বিষয়টি জিজ্ঞাসা করেছিলাম। কিন্তু তারা অস্বীকার করেছে। তারা বলেছে আমরা ওখান থেকে মাটি নেওয়ার জন্য ধান সরিয়ে রেখেছিলাম। তবে ইউপি সদস্য বগুড়ায় থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি।

তিনি বলেন, আমি কখনো অন্যায়কে প্রশ্রয় দেই না। বিষয়টি তদন্ত করে যদি ঘটনার সত্যতা পাই তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নিব।

রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রব্বানি জানান, কারো জমিতে ধান কাটার জন্য কোনো শ্রমিক দেওয়া হয়নি। এমন কাজ করালে সব শ্রমিককে হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হবে। তারা ওই দিনের কোনো টাকা পাবেন না।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মন্ডল বলেন, আমি বিষয়টি শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ - সারাদেশ