, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

  অনলাইন ডেস্ক

  প্রকাশ : 

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

বিদ্যুৎ গতিতে বাড়ছে করোনাভাইরাসে মৃতের সংখ্যা। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল। আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৫০হাজার ছুঁই ছুঁই। প্রতিদিনই এখন অন্তত ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন।

গত ডিসেম্বরে চীনে প্রথম শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাস বিশ্বের প্রায় ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্তের দিক দিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে।

এখন পর্যন্ত বিশ্বের ১৬ লাখ ৪৭ হাজার ৬৩৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১ লাখ ২৬০ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ৩ লাখ ৬৯ হাজার ১১৬ জন সুস্থ হয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে; ৪ লাখ ৭৮ হাজার ১০৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে; ১৮ হাজার ৮৪৯ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৯১৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০ জন। এদিকে ১ লাখ ১৮ হাজার আক্রান্তের মধ্যে ১২ হাজার ২১০ জন প্রাণ হারিয়েছেন ফ্রান্সে।

  • সর্বশেষ - আলোচিত খবর