2024-05-09 01:27:29 am

অভিযোগ পেলে ‘অ-মুক্তিযোদ্ধাদের’ বিরুদ্ধে ব্যবস্থা : মন্ত্রী

www.focusbd24.com

অভিযোগ পেলে ‘অ-মুক্তিযোদ্ধাদের’ বিরুদ্ধে ব্যবস্থা : মন্ত্রী

০৬ জানুয়ারী ২০২৩, ১৯:০৩ মিঃ

অভিযোগ পেলে ‘অ-মুক্তিযোদ্ধাদের’ বিরুদ্ধে ব্যবস্থা : মন্ত্রী

তালিকাতে যেসব ‘অ-মুক্তিযোদ্ধা’ অন্তর্ভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, যেসব অ-মুক্তিযোদ্ধা তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছেন, ‘তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। যেসব অ-মুক্তিযোদ্ধা এতদিন পর্যন্ত ভাতা পেয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে না পারলেও তাদের ভাতা ফেরত নেওয়ার ব্যবস্থা করব।’

শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদরাসার নবম আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। আ ক ম মোজাম্মেল আরও বলেন, ‘বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন আপিলের কাজ চলছে। উপজেলা কমিটির কাছ থেকে কেউ যদি সুবিচার না পান, তাদের কেন্দ্রীয়ভাবে আপিল করার সুযোগ রয়েছে।’

রাজাকারদের তালিকা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর আগে রাজাকারদের তালিকা তৈরির ক্ষেত্রে আইনগত বৈধতা ছিল না। বর্তমানে পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে।’ এসময় গণ-কবর নিয়ে আ ক ম মোজাম্মেল আরও বলেন, ‘সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাত শতাধিক গণ-কবর শনাক্ত করে তা সংরক্ষণের প্রক্রিয়া চলছে। কোনো গণ-কবর যদি বাদ পড়ে, সেগুলো নজরে আনলে ব্যবস্থা নেওয়া হবে।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :