2024-04-24 12:45:27 am

পোড়াদহ মাছের মেলা

www.focusbd24.com

পোড়াদহ মাছের মেলা

১২ ফেব্রুয়ারী ২০২০, ১৬:০০ মিঃ

পোড়াদহ মাছের মেলা

ইছামতী নদীর তীরে বসেছে মাছের মেলা। সে অনেক দিনের ঐতিহ্য বগুড়ার গাবতলী উপজেলার এই পোড়াদহ মাছের মেলার। মেলায় দূরের ও কাছের মানুষ আসছে। আসছে রকমারি বড় বড় মাছ। মূলত, গ্রামীণ জীবনে মেয়েজামাইকে নদীর টাটকা মাছের স্বাদ দিতেই মেলার এই আয়োজন। সবার নজর কেড়েছে ৭২ কেজি ওজনের বাগাড় মাছ। বিক্রির জন্য নিয়ে এসেছেন মহিষাবান গ্রামের বিপ্লব মিয়া। কেজিপ্রতি দাম হাঁকাচ্ছেন ১ হাজার ৮০০ টাকা। এসব নিয়েই এই ছবির গল্প।

মেলায় নিয়ে যাওয়া হচ্ছে বড় মাছ। গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বন্দরে ইছামতী নদীর তীরে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবারে বসে এই মেলামেলায় নিয়ে যাওয়া হচ্ছে বড় মাছ। গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বন্দরে ইছামতী নদীর তীরে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবারে বসে এই মেলানদীতে ধরা বিশাল মাছনদীতে ধরা বিশাল মাছ

বড়সড় কাতলা মাছবড়সড় কাতলা মাছ

বড় আকারের বাগাড় মাছ। মেলায় ইছামতী, বাঙ্গালী ও যমুনা নদীর মাছ ওঠেবড় আকারের বাগাড় মাছ। মেলায় ইছামতী, বাঙ্গালী ও যমুনা নদীর মাছ ওঠে

আরেকটি বড় কাতলাআরেকটি বড় কাতলা

ক্রেতার জন্য সাজানো নানা রকম টাটকা মাছক্রেতার জন্য সাজানো নানা রকম টাটকা মাছ

বোয়াল, আইড়, কাতলাসহ নানা রকম মাছবোয়াল, আইড়, কাতলাসহ নানা রকম মাছ

বাগাড়ের পসরাবাগাড়ের পসরা

মেলা যেন সব মানুষের মিলনমেলামেলা যেন সব মানুষের মিলনমেলা


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :