, ৭ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

বিকেএমইএর প্রতিষ্ঠাতা পরিচালক সালেম আর নেই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

বিকেএমইএর প্রতিষ্ঠাতা পরিচালক সালেম আর নেই

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. সালেম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে ৮১ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি নেভি হোসিয়ারী ও এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের প্রতিষ্ঠাতা। নিটওয়্যার শিল্পের অন্যতম পথিকৃত মো. সালেম তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য ছিলেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, আমার বড় ভাই মাওলানা মো. সালেম আজ সকালে ইন্তেকাল করেছেন। মরহুমের প্রথম নামাজে জানাজা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুপুর ২টা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা কুমিল্লার দয়াপুর মাদ্রাসার মাঠে বাদ মাগরিব সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।