2023-06-06 04:19:20 am

অপুর ফেসবুক ওয়ালে স্মৃতি দেখে কাঁদে ভক্তদের হৃদয়

www.focusbd24.com

অপুর ফেসবুক ওয়ালে স্মৃতি দেখে কাঁদে ভক্তদের হৃদয়

২৩ জানুয়ারী ২০২৩, ১৭:১২ মিঃ

অপুর ফেসবুক ওয়ালে স্মৃতি দেখে কাঁদে ভক্তদের হৃদয়

শাকিব খান-অপু বিশ্বাস একসঙ্গে প্রায় একশ সিনেমায় জুটি বেঁধেছেন। যার অধিকাংশই ছিল আলোচিত। এর মধ্যে তাদের মধুর প্রেম, তারপর বিয়ে করে দীর্ঘ আট বছর সংসার! সে সময়ের মধুর স্মৃতিগুলো এখনো তাদের সোশ্যাল হ্যান্ডেলে শোভা পাচ্ছে। আর তা দেখে স্মৃতিকাতর ভক্তরা। 

শাকিব খান-অপু বিশ্বাস একটি হোটেলে রাতের খাবার শেষ করে আড্ডায় বসেন খল-অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে। আর সেই মুহূর্তটি ফেসবুকে শেয়ার করেন অপু বিশ্বাস। এটি ২০১৫ সালে ফেসবুকে আপলোড করা হয়। দীর্ঘদিন পরে এই ছবিতে মন্তব্য করেন অপু ভক্তরা। 

নুপুর চৌধুরী নামের একজন মন্তব্য করেন, ‘আপুর পেইজে পুরনো স্মৃতিগুলো দেখলে খুবই খারাপ লাগে! কি ছিল কি হয়ে গেল।’

শিমুল খান নামে একজনের মন্তব্য ‘এসব দেখলে আমার চোখে পানি আসে।’

শাকিব খান-অপু বিশ্বাসের সংসারে ২০১৬ সালে জন্ম নেয় আব্রাম খান জয়। এরপর তাদের দুজনের পথ দুদিকে চলে যায়। আর এই জুটিকে একসঙ্গে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :