, ১৭ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৯

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

জাপানে প্রচণ্ড ঝড়ে কার্গো জাহাজ ডুবি, নিখোঁজ ৯

জাপানের দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রচণ্ড শীতের বাতাসে একটি কার্গো জাহাজ ‍ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৩ জন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন নয় জন। বুধবার জাপানের কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে। বাকি নয়জনের সন্ধানে ব্যক্তিগত জাহাজসহ প্লেন এবং উদ্ধারকারী জাহাজ তল্লাশি চালাচ্ছে। কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।

জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

  • সর্বশেষ - আন্তর্জাতিক