2023-06-06 05:27:44 am

প্রথম দিনেই আয় ৫৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের

www.focusbd24.com

প্রথম দিনেই আয় ৫৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের

২৬ জানুয়ারী ২০২৩, ২৩:২০ মিঃ

প্রথম দিনেই আয় ৫৫ কোটি রুপি, রেকর্ড পাঠানের

চার বছর পর ফিরেই রেকর্ড গড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রথম দিনেই তার সিনেমা পাঠান রেকর্ড গড়ে আয় করেছে ৫৫ কোটি রুপির বেশি। হিন্দি সিনেমার উদ্বোধনী আয়ে যেটা সর্বোচ্চ বলেই দাবি করছেন ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।

তারান আদর্শ টুইটে জানিয়েছেন, এখন পাঠান উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমা। প্রথম দিনে এটি ৫৫ কোটি রুপি আয় করেছে। এর আগে কেজিএফ টু আয় করেছিল ৫৩.৯৫ কোটি রুপি।

প্রাক-টিকিট বিক্রিতেও রেকর্ড গড়েছিল পাঠান। মুক্তির আগেই উদ্বোধনী দিনের ৫.৫ লাখ টিকিট বিক্রি হয়েছিল পাঠানের। মুক্তির আগে নানা বিতর্ক চললেও সিনেমা হলে রীতিমতো পাঠান দেখার ধুম লেগে যায়। চমক নিয়ে ফেরা খানকে দেখতে সিনেমা হলগুলোতে দর্শক উপচে পড়ে।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :