, ৭ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠির রাজাপুরে ট্রাকচাপায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা ছিলেন মোটরসাইকেল আরোহী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নৈকাঠি এলাকার পালবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

সাতুরিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু জানান, রাতের অন্ধকারে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান দুজন। তাদের মরদেহ উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রাতে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে দুই যুবক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ শনিবার ঝালকাঠি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।