, ১২ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

এফএ কাপ থেকে ছিটকে গেল সালাহর লিভারপুল!

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

এফএ কাপ থেকে ছিটকে গেল সালাহর লিভারপুল!

খারাপ সময় পার করছে ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে যেমন সুবিধা করতে পারছে না ইয়ুর্গেন ক্লপের দল, তেমন অন্য খেলাগুলোতে ছন্নছাড়া দশা। এবার ব্রাইটনের কাছেই ২-১ গোলে হেরে এফএ কাপ থেকে বাদ পড়েছে মোহাম্মদ সালাহদের দল। যদিও তারাই এফএ কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

ব্রাইটনের বিপক্ষে চলতি মৌসুমেই কোনো জয় পায়নি লিভারপুল। ইপিএলে ১৯ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ৯। প্রিমিয়ার লিগে কিছুদিন আগেও ব্রাইটনের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল অল রেডসরা। হার্ভি এলিয়টের গোলে প্রথমার্ধই এগিয়ে যাওয়া লিভারপুল শেষ পর্যন্ত হেরেছে ২-১ গোলে।