, ১২ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

জন্মদিনের অনুষ্ঠানে গুলি করে ৮ জনকে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

জন্মদিনের অনুষ্ঠানে গুলি করে ৮ জনকে হত্যা

দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে জন্মদিনের এক অনুষ্ঠানে অজ্ঞাত বন্দুকধারীর আকস্মিক গুলিতে আটজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, রোববার সন্ধ্যায় বন্দর নগরী পোর্ট এলিজাবেথের গ্যাকবেরহা এলাকার একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। হঠাৎ দুই অস্ত্রধারী সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। স্থানীয় জরুরি পরিষেবার বরাতে রয়টার্স জানিয়েছে, আটজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন এখনও হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ।