![]() |
৩০ জানুয়ারী ২০২৩, ১৬:১৩ মিঃ
দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে জন্মদিনের এক অনুষ্ঠানে অজ্ঞাত বন্দুকধারীর আকস্মিক গুলিতে আটজন নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, রোববার সন্ধ্যায় বন্দর নগরী পোর্ট এলিজাবেথের গ্যাকবেরহা এলাকার একটি বাড়িতে এই গুলির ঘটনা ঘটে। বাড়ির মালিক তার জন্মদিন উদযাপন করছিলেন। হঠাৎ দুই অস্ত্রধারী সেখানে প্রবেশ করে অতিথিদের ওপর গুলি চালাতে শুরু করে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি এবং হামলার সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। স্থানীয় জরুরি পরিষেবার বরাতে রয়টার্স জানিয়েছে, আটজন ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন এখনও হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। নিহতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন। হামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
সম্পাদক: শাহ মোহাম্মদ রনি
এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩
ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :