, ২২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অস্ত্র চাইলেন স্টলটেনবার্গ

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অস্ত্র চাইলেন স্টলটেনবার্গ

পশ্চিমা সামরিক মিত্র জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ ইউক্রেনের জন্য দক্ষিণ কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছেন। ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর অনেক দেশ অস্ত্র রপ্তানির নীতি পরিবর্তন করেছে। সোমবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই অনুরোধ জানান স্টলটেনবার্গ।

এশিয়া সফরে ন্যাটোমহাসচিব এখন দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। এই অঞ্চলের গণতান্ত্রিক মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে স্টলটনবার্গ সিউল থেকে জাপান সফর করবেন। ইউক্রেনে রাশিয়ার হামলা এবং চীনের সঙ্গে প্রতিযোগিতার মধ্যে ন্যাটা এমন পদক্ষেপ নিয়েছে।

দক্ষিণ কোরিয়ার নেতাদের সঙ্গে বৈঠকে স্টলটেনবার্গ বলেন, উত্তর আমেরিকা এবং ইউরোপ অন্য এলাকার সঙ্গে সম্পর্কযুক্ত। এশিয়ায় অংশীদারিত বৃদ্ধির মাধ্যমে ন্যাটো জোট বৈশ্বিক হুমকি ব্যবস্থাপনায় সহায়তা করতে চায়।