2023-06-06 05:39:23 am

পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ

www.focusbd24.com

পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ

৩১ জানুয়ারী ২০২৩, ১৫:৪৬ মিঃ

পাকিস্তানে নিহত বেড়ে ৯০, লক্ষ্য ছিল পুলিশ

পাকিস্তানের উত্তরপূর্বাঞ্চলের পেশোয়ারের মসজিদে সোমবার ভয়াবহ বোমা হামলার এখন পর্যন্ত ৯০ জন নিহতের তথ্য পাওয়া গেছে। বার্তাসংস্থা এএফপিকে পেশোয়ার হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম খান অন্তত ৯০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ আসছে।

উদ্ধারকারী সংগঠন ১১২২ এর মুখপাত্র আহমেদ ফাইজি এএফপিকে সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, আজ আমরা ধসে পড়া ছাদের শেষ অংশটি সরানোর চেষ্টা করব যেন আরও দেহ উদ্ধার করতে পারি। ধ্বংসস্তুপের নিচে কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা নেই।

সোমবার ওই মসজিদটিতে জোহরের নামাজ শুরু হওয়া মাত্র বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পুলিশ সদস্যরা নামাজ আদায় করতেন। মূলত পুলিশকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। এটা পেঁতে রাখা বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা পুলিশ এখনও সেটা জানায়নি। তবে জানিয়েছে, বিস্ফোরকের গন্ধ পাওয়া গেছে। যে মসজিদে হামলা হয়েছে সেখানে ৩০০ থেকে ৩৫০ জন নামাজ আদায় করতো।


সম্পাদক: শাহ মোহাম্মদ রনি


এমআরএল মিডিয়া লিমিটেড কর্তৃক প্রকাশিত সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০১৯৪৪-৭১৯০৯০, ০১৬৭১-১৪৩৩৩৩ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :