, ১২ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

কোপা দেল রে সেমিফাইনাল: মুখোমুখি বার্সা-রিয়াল

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

কোপা দেল রে সেমিফাইনাল: মুখোমুখি বার্সা-রিয়াল

কোপা দেল রের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। প্রতিযোগিতার সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় সোমবার। শেষ চারের আরেক ম্যাচে লড়বে অ্যাথলেতিক বিলবাও ও ওসাসুনা। কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-১ গোলে হারায় অ্যাথলেতিকো মাদ্রিদকে।

আগামী ১ অথবা ২ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ চারের প্রথম লেগে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কাম্প নউয়ে ফিরতি লেগ হবে ৪, ৫ অথবা ৬ এপ্রিল। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে এরই মধ্যে দুইবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল। গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে বের্নাবেউয়ে ৩-১ গোলে জেতে রিয়াল। এই মাসের শুরুতে ফাইনালে মাদ্রিদের দলটিকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে বার্সেলোনা।