, ১২ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

লিটনের চোট গুরুতর নয়; কুমিল্লা শিবিরে স্বস্তি

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

লিটনের চোট গুরুতর নয়; কুমিল্লা শিবিরে স্বস্তি

খুলনা টাইগার্সের বিপক্ষে মঙ্গলবার পেসার শফিকুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় বল কুমিল্লার ওপেনার লিটন কুমার দাসের ডানহাতের কব্জির একটু উপরের দিকে লাগে। ২১১ রানের লক্ষ্যে নেমে লিটনের ইনজুরিতে ধাক্কা খায় কুমিল্লা। মাত্র ২ বল খেলে রিটায়ার্ড হার্ট হন তিনি। তার চোট নিয়ে শঙ্কা ছিল। তবে স্বস্তির খবর দিয়েছেন দলের ফিজিও। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টিম ফিজিও এস এম জাহিদুল ইসলাম জানান, চোট ওতটা গুরুতর নয়। পরের ম্যাচেই দেখা যাবে বাংলাদেশের ওপেনারকে।

লিটনের চোট নিয়ে সবশেষ খবরে বলা হয়, ‘লিটন কুমার দাস গতকাল (মঙ্গলবার) গ্লাভসের অরক্ষিত অংশে পেস বলের সরাসরি আঘাত পান এবং ব্যথায় আর খেলেননি। আমরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছি এবং কব্জি ও হাতেরও স্ক্যান হয়েছে। সৌভাগ্যবশত পঞ্চম মেটাকারপাল কিংবা কব্জিতে কোনো চিড় ধরা পড়েনি। আমরা ম্যানেজমেন্টকে অনুসরণ করছি এবং তাকে আমাদের পরের ম্যাচে পেতে আশাবাদী।’