, ৭ চৈত্র ১৪২৯ অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

  নিজস্ব প্রতিবেদক

  প্রকাশ : 

মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সংলগ্ন মনিকপুরের আবুল বাশারের ভাড়াটিয়া মনির হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে বসতঘরসহ ঘরের বিতরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

প্রত্যক্ষদর্শিরা জানান, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে বসত ঘরটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুরো বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ বলেন, ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।