2024-04-26 01:02:06 pm

নিষেধাজ্ঞার পরও পাকিস্তানে চললো ‘পাঠান’

www.focusbd24.com

নিষেধাজ্ঞার পরও পাকিস্তানে চললো ‘পাঠান’

০৪ ফেব্রুয়ারী ২০২৩, ২৩:২৬ মিঃ

নিষেধাজ্ঞার পরও পাকিস্তানে চললো ‘পাঠান’

‘পাঠান’ সিনেমা মুক্তির ১০ দিন হলো। বিশ্বজুড়ে ৭০০ কোটির বেশি ব্যবসা ইতোমধ্যেই করে ফেলেছে যশরাজ ফিল্মস প্রযোজিত শাহরুখ খানের এই ছবি। এমনকি,  নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলো ‘পাঠান’। খালি রইল না প্রেক্ষাগৃহের একটি আসনও। অন্য ভারতীয় ছবির মতোই পাকিস্তানে মুক্তির ছাড়পত্র পায়নি সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’। তবে নিষেধাজ্ঞাকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের প্রেক্ষাগৃহে রমরমিয়ে প্রদর্শিত হলো সিনেমাটি।

পাকিস্তানি মুদ্রায় ৯০০ রুপির টিকিটেও হাউসফুল ‘পাঠান’-এর শো। নিষেধাজ্ঞা থাকায় বেআইনিভাবেই জোগাড় করে দেখানো হলো ‘ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স’-এর এই ছবি।পাকিস্তানের ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’ নামক এক সংস্থা আয়োজন করে ‘পাঠান’ সিনেমা প্রদর্শনের। সিনেমার টিকিট মূল্য রাখা হয় পাকিস্তানি মুদ্রায় ৯০০ রুপি। তাতেই সিনেমার টিকিট পাওয়ার জন্য কাউন্টারের বাইরে লম্বা লাইন পড়ে পাক সিনেপ্রেমীদের। অল্প সময়ের মধ্যেই শো হাউসফুল ঘোষণা করে দেওয়া হয় প্রেক্ষাগৃহের তরফে।

তবে পাকিস্তানি সেন্সর বোর্ডের কানে এই খবর যেতেই নড়েচড়ে বসেছেন কর্তৃপক্ষ। ‘ফায়ারওয়ার্ক ইভেন্ট’কে অবিলম্বে ‘পাঠান’-এর সব প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে বিবৃতি জারি করেছে সিন্ধ সেন্সর বোর্ড। কেউ যদি এর পরেও বেআইনিভাবে ‘পাঠান’ প্রদর্শন করেন, তাহলে অপরাধের শাস্তিস্বরূপ তার ১ লাখ রুপি জরিমানা থেকে ৩ বছরের জেল পর্যন্ত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :