লিভারপুলকে হারিয়ে ১১ ম্যাচ পর উলভারহ্যাম্পটনের জয়
প্রকাশ :

শুরুর ১২ মিনিটে দুই গোল হজম করে দিশেহারা লিভারপুল পেল না ঘুরে দাঁড়ানোর পথ। দ্বিতীয়ার্ধে আরও এক গোল খেয়ে ছিটকে পড়ল ম্যাচ থেকে। দারুণ জয়ে ব্যর্থতার বৃত্ত ভাঙার উচ্ছ্বাসে মাতল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
নিজেদের মাঠে শনিবার (০৪ ফেবুয়ারি) ৩-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটন। লিভারপুলের বিপক্ষে লিগে আগের ১১ ম্যাচে হারের পর জয়ের স্বাদ পেল তারা। এই হারে লিগ টেবিলে সেরা চারে থাকার পথটা আরও কঠিন হয়ে গেল লিভারপুলের। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ইয়ুর্গেন ক্লপের দল। তাদের চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে চার নম্বরে নিউক্যাসল ইউনাইটেড। ২১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে উঠে এসেছে উলভারহ্যাম্পটন।
শুরু থেকে একের পর এক আক্রমণে লিভারপুলের রক্ষণ কাঁপাতে থাকে উলভারহ্যাম্পটন। উলভস সমর্থকরা আনন্দে মেতে ওঠার উপলক্ষ পেয়ে যায় পঞ্চম মিনিটে। আত্মঘাতী গোল করে লিভারপুল। দ্বাদশ মিনিটে আবারও গোল হজম করে বসে লিগে ধুঁকতে থাকা লিভারপুল। ৭১তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন রুবেন নেভেস।
ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যায় অনেকটাই। হারের পাশাপাশি আরেক হতাশাও সঙ্গী হলো লিভারপুলের। ২০১২ সালে কেনি ডালগ্লিস কোচ থাকাকালীন লিগে সবশেষ টানা তিন অ্যাওয়ে ম্যাচ হেরেছিল তারা। আবারও সেই তেতো অভিজ্ঞতা হলো ক্লপের।