, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘কঠিন হচ্ছে’ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি: জেলেনস্কি

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

‘কঠিন হচ্ছে’ পূর্ব ইউক্রেনের পরিস্থিতি: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের প্রতিরক্ষা ভেঙে দিতে সেখানে রাশিয়া আরও বেশি সংখ্যক সৈন্য মোতায়েন করছে। শনিবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে জেলেনস্কি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাকে প্রায়ই বলতে হয়েছে সামনে আরও কঠিন পরিস্থিতি আসছে। এবং আরও কঠিন হচ্ছে। রুশ হানাদার বাহিনী আমাদের প্রতিরক্ষা ভেঙে ফেলতে আরও বেশি সংখ্যক সৈন্য সেখানে নিচ্ছে। এখন বাখমুত, ভুলেদার, লাইমান ও অন্যান্য এলাকাগুলোর পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়েছে’- তিনি যোগ করেন।

  • সর্বশেষ - আন্তর্জাতিক