, ৭ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ২৭ বস্তা সরকারি চাল উদ্ধার

নেত্রকোনায় ২৭ বস্তা সরকারি চাল উদ্ধার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক টন (২৭ বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার সকালে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কালিখা থেকে তিনটি মোটরসাইকেলে করে চার বস্তা চাল নিয়ে পূর্বধলার দিকে আসছিল। এ সময় উপজেলার হোগলা চৌরাস্তা এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে মোটরসাইকেল আটক করে। জিজ্ঞাসাবাদ করলে দুুটি মোটরসাইকেল রেখে অন্যটি নিয়ে পালিয়ে যায় তারা।

চাল চোর চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা হলেন পৃর্বধলা উপজেলার হোগলা গ্রামের আমিন খানের ছেলে রাজিব খান ও নূর ইসলামের ছেলে সোহাগ খান। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জটিয়াবর গ্রামের আতিক সরকারের চাল কল থেকে ১৫ বস্তা ও জামকোনা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে আট বস্তা চাল উদ্ধার করা হয়।

পূর্বধলা থানা পুলিশের ওসি তাওহীদুর রহমান বলেন, ২৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বিষয়টি উপজেলা খাদ্য অফিসকে জানানো হয়েছে।

  • সর্বশেষ - ময়মনসিংহ অঞ্চল