2024-03-29 03:15:03 am

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

www.focusbd24.com

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল

১৬ এপ্রিল ২০২০, ১১:২২ মিঃ

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২০ লাখ ৬০ হাজার ৯২৭ এবং মৃত্যুর সংখ্যা বেড়ে ১ লাখ ৩৪ হাজার ৩৫৪ জনে দাঁড়িয়েছে।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপ। এ মহাদেশে ১০ লাখ ১০ হাজার ৮৫৮ জন আক্রান্ত এবং ৮৫ হাজার ২৭১ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্রে এ মহামারি করোনাভাইরাসে ৬ লাখ ৪১ হাজার ৯১৯ জন আক্রান্ত হয়েছে এবং ২৮ হাজার ৩৯৯ জন প্রাণ হারিয়েছে। এ দেশটিতে সবচেয়ে দ্রুত করোনাভাইরাস ছড়াচ্ছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনা ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। সূত্র: এএফপি


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :