2024-04-27 12:45:36 am

ভারতকে বিশ্বাস করেন না মানি

www.focusbd24.com

ভারতকে বিশ্বাস করেন না মানি

১৬ এপ্রিল ২০২০, ১১:৩৫ মিঃ

ভারতকে বিশ্বাস করেন না মানি
পিসিবি সভাপতি এহসান মানি। ফাইল ছবি

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকেই একরকম বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক লড়াই। দীর্ঘ প্রায় এক যুগে একটি দ্বিপাক্ষিক সিরিজই হয়েছে তাদের; ২০১২-১৩ মৌসুমে ভারতে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান।

এরপর থেকে অনেকবার সিরিজ খেলার কথা থাকলেও তা আর মাঠে গড়ায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি বলছেন, এতবার কথা দিয়ে না রাখা ভারতকে তিনি আর বিশ্বাস করেন না।

ভারতের সঙ্গে খেলা না হওয়ায় ক্ষতি হচ্ছে, এটা স্বীকার করলেন মানি, ‘অবশ্যই ভারতের সঙ্গে খেলতে না পারা মানে বড়ো ক্ষতি, তবে আমরা এখন আর সেটি নিয়ে ভাবছি না। এই সিরিজ খুবই আকাঙ্ক্ষিত, কিন্তু হওয়া সম্ভব নয়। যদি না হয়, সমস্যা নেই। আমাদের এই বাস্তবতা মেনেই এগিয়ে যেতে হবে। তাদের সঙ্গে খেলব না ধরে নিয়েই আমি পরিকল্পনা সাজাতে চাই।’

তবে এই সিরিজ নিয়ে অনেকবার ভারত কথা দিয়ে না রাখায় ক্ষুব্ধ এই সাবেক আইসিসি সভাপতি, ‘অতীতে দুইবার, তিনবার তারা কথা দিয়েছে যে খেলবে, কিন্তু পরে সরে দাঁড়িয়েছে। কাজেই তাদের বিশ্বাস করা যায় না। দৃশ্যমান কোনো ভবিষ্যতে তাদের সঙ্গে খেলা শুরু করা যাবে বলে তাদের ওপর ভরসা করতে পারছি না। খেলতে হলে হয়তো এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে হবে। আমরা তো শুধু ক্রিকেটেই আগ্রহী এবং বরাবরই খেলা ও রাজনীতিকে আলাদা রেখেছি। কিন্তু ভারত তা করেনি। এবারও ব্যাপারটি একই।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :