2024-04-26 09:40:24 am

‘লাহোরে বরফ পড়লেও পাক-ভারত সিরিজ হবে না’

www.focusbd24.com

‘লাহোরে বরফ পড়লেও পাক-ভারত সিরিজ হবে না’

১৬ এপ্রিল ২০২০, ১১:৩৬ মিঃ

‘লাহোরে বরফ পড়লেও পাক-ভারত সিরিজ হবে না’
সুনীল গাভাস্কার। ফাইল ছবি

সম্প্রতি শোয়েব আখতার প্রস্তাবটা তুলেছিলেন। তিনি বলেছিলেন, ভারত ও পাকিস্তানে করোনা ভাইরাসের সংকটে অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই দুই দেশের সিরিজ আয়োজন হতে পারে। এই প্রবল দুর্যোগের সময় তার এই প্রস্তাব খুব একটা আলোচনা তৈরি করতে পারেনি। বরং ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার বলেছেন, লাহোরে বরফ পড়ার মতো অসম্ভব ঘটনা ঘটতে পারে; কিন্তু ভারত-পাকিস্তান সিরিজ হবে না।

রমিজ রাজার সঙ্গে এক ক্রিকেটীয় আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। সেখানে রমিজ প্রশ্ন করেছিলেন, এই ভারত ও পাকিস্তান সিরিজটা আবার কখনো হতে পারে কি না। গাভাস্কার জবাবে বলেন, ‘এই মুহূর্তে ভারত-পাক দ্বৈরথ নিয়ে আলোচনায় লকডাউন করাই ভালো। আপনি যদি সম্ভাবনার কথা জানতে চান, তা হলে বলতে পারি লাহোরে তুষারপাত হলেও হতে পারে এবার। কিন্তু কোনো অবস্থাতেই ভারত-পাক দ্বৈরথ কোনো নিরপেক্ষ মাঠে হওয়ার সুযোগ নেই। একমাত্র বিশ্বকাপ এবং আইসিসির অন্যান্য প্রতিযোগিতার মধ্যেই তা আপাতত সীমাবদ্ধ থাকবে।’

এই আলোচনায় গাভাস্কার নিজের পছন্দের ভারতীয় ক্রিকেটারদের নিয়েও কথা বলেছেন। তিনি এই তালিকায় শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলিকে রেখেছেন। তবে সবার ওপরে রেখেছেন বীরেন্দ্র শেবাগকে, ‘আমার তালিকায় এক নম্বরে থাকবে বীরেন্দ্র শেবাগ। ক্রিকেটকে যেভাবে বীরু সকলের জন্য উপভোগ্য করে তুলেছিল, তার তুলনা চলে না। এমন অনেক সময় হয়েছে শেবাগ খুব কম রানে আউট হয়েছে আর আমি ওর কড়া সমালোচনা করেছি। তার কারণ আমরা সকলে সারা দিন ধরে ওর ব্যাটিংই তো দেখতে চাইতাম। কিন্তু ও আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারত না বলে বকাঝকাও খেত।’


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :