, ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

৯৫তম অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার। ১৯২৮ সালে প্রকাশিত জার্মান কথাশিল্পী এরিক মারিয়া রেমার্কের উপন্যাস ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর গল্প প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। 

প্রথম বিশ্বযুদ্ধের বর্বরতা, ভয়াবহতা, সৈনিকদের মানসিক বিপর্যয় তুলে ধরা হয়েছে এতে। যুদ্ধের অমানবিক নৃশংসতা তরুণ সৈনিকদের মনে কত গভীরভাবে দাগ কাটে, তা দেখানো হয়েছে এই সিনেমায়। চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার অস্কার। যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা) লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে শুরু এই আয়োজন। ২৩ টি শাখায় এই পুরস্কার দেয়া হবে। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

  • সর্বশেষ - বিনোদন