, ১২ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

ইউক্রেনের ভবিষ্যত বাখমুতের ওপর নির্ভর করছে: জেলেনস্কি

  আন্তর্জাতিক ডেস্ক

  প্রকাশ : 

ইউক্রেনের ভবিষ্যত বাখমুতের ওপর নির্ভর করছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাদের অবশ্যই বাখমুত এবং পূর্বাঞ্চলের অন্যান্য শহরে থামাতে হবে। এটার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, বাখমুতে যে প্রচণ্ড যুদ্ধ চলছে তার ফলাফলের ওপর  ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। সোমবার রাত্রীকালীন এক বক্তব্যে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, বাখমুতে রুশ সেনারা আক্রমণ করছে। সেখানে তাদেরকে  ধ্বংস করার ওপর ইউক্রেনের ভবিষ্যত নির্ভর করছে। এ সময় তিনি বলেন, পূর্বাঞ্চলে রুশ সেনাদের হটানো  খুবই কঠিন এবং খুবই কষ্টকর। তা সত্ত্বেও  আমাদেরকে শত্রুর সামরিক শক্তি এবং ইচ্ছাশক্তি ধ্বংস করতে হবে।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট  যারা এখন সমর সম্মুখে (যুদ্ধের ময়দানে) তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়া বলছে, বাখমুত দখল করতে পারলে সমগ্র দোনেতস্ক অঞ্চল দখলের পথ উন্মুক্ত হবে।  মস্কোর কেন্দ্রীয়  লক্ষ্য এটিই। সাম্প্রতিক সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চল বাখমুতে তীব্র লড়াই চলছে।  ইউক্রেন বলছে, ‘এই শহর থেকে তাদের সেনারা পিছু হটবে না।’  গত সপ্তাহে পশ্চিমা সামরিক জোট ন্যাটো সতর্ক করে বলেছে, ‘কয়েক দিনের মধ্যেই রুশ সেনাদের হাতে বাখমুতের পতন হতে পারে।’

  • সর্বশেষ - আন্তর্জাতিক