, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ অনলাইন সংস্করণ

২৪ বছরেই ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে

  স্পোর্টস ডেস্ক

  প্রকাশ : 

২৪ বছরেই ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে

গেল কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারার পর অবসরের ঘোষণা দেন ফ্রান্সের নিয়মিত অধিনায়ক হুগো লরিস। দীর্ঘদিন পদটি শূন্য থাকার পর এবার নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবারই ২৪ বছর বয়সী ফ্রান্সের ফুটবলের এই পোস্টারবয়কে অধিনায়ক হিসেবে ঘোষণা দেন কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের নতুন অধিনায়ক। আঁতোয়ান গ্রিজমান তার সহকারী। অধিনায়ক হওয়ার সব ধরনের যোগ্যতাই এমবাপ্পের রয়েছে। মাঠে বলুন কিংবা মাঠের বাইরে, সে দলের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী খেলোয়াড়।’

সোমবার অনুশীলনের আগে অধিনায়ক হওয়ার বিষয়টি নিয়ে দেশম আলাদা করে কথা বলেন এমবাপ্পের সঙ্গে। বিষয়টি নিয়ে কথা বলেন অধিনায়ক হওয়ার আরেক দাবিদার গ্রিজমানের সঙ্গেও। এরপর সন্ধ্যায় প্রধান কোচ দেশম অধিনায়কের বিষয়ে তার সিদ্ধান্ত জানান সবাইকে। এমবাপ্পেকে অধিনায়ক করার বিষয়ে তার সিদ্ধান্ত সবাই মেনে নেন। এর মধ্য দিয়ে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হলেন দুই বিশ্বকাপে ১২ গোল করা এমবাপ্পে। অবশ্য তিনি এর আগে পিএসজির অধিনায়কত্ব করেছেন। এছাড়া ডেনমার্কের বিপক্ষের ম্যাচেও অর্ধেক সময় অধিনায়ক ছিলেন।

  • সর্বশেষ - খেলাধুলা