2024-04-23 11:19:12 pm

ট্রাম্পের ভয়ে বাংলাদেশ ভীত কি না, প্রশ্ন মেননের

www.focusbd24.com

ট্রাম্পের ভয়ে বাংলাদেশ ভীত কি না, প্রশ্ন মেননের

১৪ ফেব্রুয়ারী ২০২০, ০০:৪০ মিঃ

ট্রাম্পের ভয়ে বাংলাদেশ ভীত কি না, প্রশ্ন মেননের

রাশেদ খান মেনন। ফাইল ছবি


ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের নীরবতার সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাংলাদেশ ভীত কি না, সে প্রশ্ন রাখেন তিনি।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই প্রশ্ন রাখেন মেনন। তিনি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন।

সাংসদ রাশেদ খান মেনন বলেন, ফিলিস্তিন নিয়ে বাংলাদেশের নীতি হলো, তাদের স্বাধীনতা সংগ্রামে সমর্থন করা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন সম্পর্কে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ পরিকল্পনায় ফিলিস্তিনের যতটুকু জমি রয়েছে সেটা পুরোনো ফিলিস্তিনের মাত্র ১২ শতাংশ। এতে বলা হয়েছে, ফিলিস্তিনের কোনো আর্মি থাকতে পারবে না, মুক্তিযোদ্ধাদের নিরস্ত্র করতে হবে।

মেনন বলেন, ফিলিস্তিন সরকার, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু এই পরিকল্পনার ব্যাপারে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো শব্দ উচ্চারণ করেনি।

ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাংলাদেশ চুপ কি না, সে প্রশ্ন রেখে মেনন বলেন, কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন। সেখানে মোদির সঙ্গে মিলে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবেন। সেখানে বাংলাদেশ কোন অবস্থায় থাকবে এই ভয়ে বাংলাদেশ ভীত কি না, তা তিনি জানেন না।

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে মেনন বলেন, দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়েছেন। তিনি অর্থনীতির কথা বলেছেন। কিন্তু সীমান্তে হত্যা, পররাষ্ট্রনীতির কথা, ফিলিস্তিনের সমস্যার কথা তাঁর বক্তব্যে ছিল না। রোহিঙ্গা সংকটের নাকি সুদূর ভবিষ্যতে একটি সমাধান আসবে। অদূর ভবিষ্যতে না।

মেননের বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ফিলিস্তিন সম্পর্কে বাংলাদেশের যে নীতি ছিল সেটা এখনো বহাল আছে। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আর ভারত সীমান্তে হত্যার বিষয়টি তিনি তাঁর বক্তৃতায় উদ্ধৃত করেছেন।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :