2024-03-29 06:46:25 pm

করোনা আক্রান্তদের জন্য বাইক অ্যাম্বুলেন্স

www.focusbd24.com

করোনা আক্রান্তদের জন্য বাইক অ্যাম্বুলেন্স

২০ এপ্রিল ২০২০, ২১:৪৩ মিঃ

করোনা আক্রান্তদের জন্য বাইক অ্যাম্বুলেন্স

সারা বিশ্বেই করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। শ্বাসকষ্ট হলে আক্রান্তকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে নিতে হয়। কিন্তু অনেক সময় অ্যাম্বুলেন্সের অভাবে যথা সময়ে রোগীকে হাসপাতালে নেওয়া যায় না। তাই এবার বাইক অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে ভারতের হিরো মোটো করপোরেশন।

ভারতে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী দরিদ্র মানুষকে যাতে বিপদে পড়তে না হয়। তার জন্য বাইক অ্যাম্বুলেন্সের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এসব মানুষের কথা ভেবে ৬০টি বাইক অ্যাম্বুলেন্স দেশের বিভিন্ন এলাকায় বিতরণ করেছে তারা।bike-in-1

সংস্থাটি জানায়, বিশেষভাবে তৈরি এ বাইক অ্যাম্বুলেন্সগুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী রোগীদের কাছে পৌঁছতে পারবে। তাদের নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যেতে সবচেয়ে দ্রুত কার্যকর ভূমিকা রাখবে।

১৫০ সিসি মোটরসাইকেলে প্রয়োজনীয় কয়েকটি আনুষঙ্গিক পরিবর্তন এনে বাইক অ্যাম্বুলেন্সগুলো তৈরি করা হয়েছে। এমনকি ইতোমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবেলায় পিএম কেয়ারস ফান্ডে ৫০ কোটি টাকা অনুদান দিয়েছে প্রতিষ্ঠানটি।

bike-cover

এ ছাড়াও অন্যান্য ত্রাণ তহবিলে আরও ৫০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, ১০০ ভেন্টিলেটরসহ দিল্লি, হরিয়ানা, উত্তরখণ্ড, রাজস্থান, গুজরাট ও অন্ধ্রপ্রদেশে প্রতিদিন প্রায় ১৫ হাজার শ্রমিককে খাবার দিচ্ছে তারা।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :