2024-04-20 09:39:56 am

নারীদের তথ্য ফাঁস করে ফেঁসে গেলেন জাভেদ ওমর

www.focusbd24.com

নারীদের তথ্য ফাঁস করে ফেঁসে গেলেন জাভেদ ওমর

২১ এপ্রিল ২০২০, ১৬:৩১ মিঃ

নারীদের তথ্য ফাঁস করে ফেঁসে গেলেন জাভেদ ওমর
সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। ফাইল ছবি

জাভেদ ওমর বেলিমের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর কোন দায়িত্ব না দেয়ার অনুরোধ জানিয়েছে আইসিসি। এর ফলে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি হয়ে আইসিসির কোন ইভেন্টে আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।

সোমবার বিসিবির একটি দায়িত্বশীল সূত্র ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন। জাভেদ ওমর বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে কয়েকটা সিরিজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়ে যাওয়া টি-২০ নারী বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তিনি।

ওই সময় তার কিছু কার্যকলাপ আইসিসির চোখে পড়ে। এরপর থেকে আইসিসি তাকে নজরদারিতে রাখে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য পাচারের অভিযোগের বিষয়ে আইসিসি সত্যতা পাওয়ায় বিসিবিকে এমন অনুরোধ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এরপর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে তাকে সামনে আর দলের প্রতিনিধি না করতে।

বিসিবির সূত্র বলছে, আমাদের আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ভবিষ্যতে কোন আইসিসির ইভেন্টে আর দায়িত্ব না দেওয়ার জন্য। সত্যি বলতে এটা খুব দুঃখজনক।’ জাভেদ ওমর বাংলাদেশ দলের হয়ে ৪০টি টেস্ট এবং ৫৯টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৯৫ সালে তার জাতীয় দলে অভিষেক হয়। শেষবার জাতীয় দলের জার্সি পরে খেলেছেন ২০০৭ সালে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :