2024-04-25 01:24:33 am

বশেমুরবিপ্রবিতে চতুর্থ দফায় ছুটি বৃদ্ধি

www.focusbd24.com

বশেমুরবিপ্রবিতে চতুর্থ দফায় ছুটি বৃদ্ধি

২৪ এপ্রিল ২০২০, ২২:৩১ মিঃ

বশেমুরবিপ্রবিতে চতুর্থ দফায় ছুটি বৃদ্ধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছুটি চতুর্থ দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সময়ে ক্যাম্পাসের জরুরি সেবাসমূহ- বিদ্যুৎ, পানি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকান্ড চালু থাকবে।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে চতুর্থ দফায় ছুটি বর্ধিত করা হলো। এর আগে প্রথম দফায় ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়টির সকল কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের হল ত্যাগের নোটিশ দেওয়া হয়েছিলো। পরে সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে দফায় দফায় এ ছুটি বৃদ্ধি করা হয়। প্রসঙ্গত, করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


উপদেষ্টা সম্পাদক: ডি. মজুমদার
সম্পাদক: মীর আক্তারুজ্জামান

সর্বস্বত্ব: এমআরএল মিডিয়া লিমিটেড
ঢাকা অফিস: মডার্ণ ম্যানসন (১৫ তলা), ৫৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০
ময়মনসিংহ অফিস: হাসনাইন প্লাজা (দ্বিতীয় তলা), ৭ মদন বাবু রোড, ময়মনসিংহ-২২০০
সেলফোন: ০৯৬১১-৬৪৫২১৫, ০৯৬৯৭-৪৯৭০৯০ ই-মেইল: jagrota2041@gmail.com
ফোন :
ইমেইল :