, ৬ বৈশাখ ১৪৩১ অনলাইন সংস্করণ

‘পুরো ঘটনা জেনে প্রকাশ করা উচিত’

  বিনোদন ডেস্ক

  প্রকাশ : 

‘পুরো ঘটনা জেনে প্রকাশ করা উচিত’

শিল্পা শেঠি।

ভারতের সব তারকার মতো ঘরে বসের সময় কাটাচ্ছেন বলিউড তারকা শিল্পা শেঠি। ফলে স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তান ভিয়ান ও সমীশার সঙ্গে পুরোদমে সময় কাটাচ্ছেন এ বলিউড অভিনেত্রী। কিন্তু এরমধ্যে জানা গেল স্বামী রাজের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে!


সম্প্রতি এমনই আভাস দেন অভিনেত্রী। কিছুদিন আগে রাজ-শিল্পা মজা করে একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দু’জনের ঝগড়ার বেশ কয়েকটি দৃশ্য দৃশ্যায়ন করা হয়।


শুধু তাই নয়, বর্তমান যুগের মহাভারত যেকোনো সময় কারও বাড়িতেই শুরু হতে পারে বলেও আভাস দেন শিল্পা। তবে এই মহাভারতের নারদ হিসেবে ভিয়ানকেই দেখানো হয়। যদিও পুরোটাই মজার ছলে শেয়ার করেন রাজ-শিল্পা। তবু শুরু হয় মিডিয়ায় আলোচনা।


এ প্রসঙ্গে শিল্পা বলেন, ‘পুরো ঘটনা জেনে প্রকাশ করা উচিত। না হলে স্বামী-স্ত্রীর মধ্যে যেকোনো সময় ঝামেলা ঝঞ্ঝাট শুরু হতে পারে।’

  • সর্বশেষ - বিনোদন